গত দুই বছরের ন্যায় এবারও কিফায়াতুল মুগতাযী (১-১০ খণ্ড) বিতরণ করা হচ্ছে
নিয়মাবলী:
১. আবেদন ফরমটি প্রিন্ট করে পূরণ করুন। (২য় পৃষ্ঠা প্রিন্ট করার প্রয়োজন নেই)
২. ফরমের সাথে সংযুক্ত করুন:
২.১ জন্ম নিবন্ধনের ফটোকপি অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
২. ২. ফলাফলের শীট (শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক)
২. ৩. মাদরাসার প্রত্যয়নপত্র (শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক)
৩. ফরম এবং সংযুক্ত কাগজ খামে ভরে নিচের প্রদত্ত ঠিকানায় হোম ডেলিভারি করুন।
৪. আবেদন গৃহীত হলে মুআসসাসা থেকে যোগাযোগ করা হবে, ইনশাআল্লাহ।
৫. প্রদত্ত মোবাইল নম্বরটি কুরিয়ার ডেলিভারির সময় সচল রাখতে হবে। (প্রয়োজনে একাধিক নাম্বার দিন)
৬. কিতাব পাঠানো হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে:
৬.১. হোম ডেলিভারি করা হবে।
৬.২. প্যাকেজিং এবং কুরিয়ার চার্জ প্রাপককে বহন করতে হবে। ঢাকা সিটিতে ৩০০ টাকা, ঢাকার বাইরে ৪০০ টাকা।
৬.৩ ডেলিভারি চার্জ আগে পাঠাতে হবে না। কিতাব হাতে পেয়ে দিলেই হবে।
৭. একজন একাধিকবার আবেদন প্রেরণ করবেন না।
৮. আবেদনকারী নারী হলে:
৮. ১. কোনও পুরুষ উস্তাদের স্বাক্ষর ও সত্যায়নের প্রয়োজন নেই। কেবল একজন নারী সহকর্মীর সত্যায়নই যথেষ্ট।
৮.২. পুরুষ অভিভাবকের মোবাইল নম্বর দিন।
৮.৩. শুধু জন্ম নিবন্ধনের ফটোকপি পাঠাবেন।
৯. আবেদন জমা দেয়ার শেষ তারিখ: ৩১. ০৫. ২০২৫ (উক্ত তারিখের মধ্যে আমাদের হাতে পৌঁছাতে হবে)
১০. যে কোনও প্রয়োজনে আমাদের ফেইসবুক পেইজে অথবা হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিন:
ফেইসবুক পেইজ: fb/MuassasaIlmiyahBD হোয়াটসঅ্যাপ: 01871-746798
—– ফরম:
১- তিরমিযী শরীফের শিক্ষকদের জন্যে:
= https://t.me/muassasailmiyahbd/152
= https://drive.google.com/file/d/1KUzXnhL3OK_186rR7IiCGabJTbC1NMjf/view?usp=sharing
২- দাওরা এবং মেশকাতের শিক্ষার্থীদের জন্যে
= https://t.me/muassasailmiyahbd/151
= https://drive.google.com/file/d/1MLB_JRprmEV2NT-Mai_hR-KUYyM-4XQ8/view?usp=sharing