ঘটনাটি কর্ণাটকের। একটি কলেজে প্রবেশ করছেন বোরকা পরিহিতা একজন ছাত্রী (মুসলিম কন্যা)। তা দেখেই তেড়ে আসলো একদল হিন্দু যুবক ‘জয় শ্রী রাম’ শ্লোগান দিতে দিতে। তারা কাছে আসলে সেই মুসলিম লড়াকু নারী পাল্টা শ্লোগান দেন উচ্চকণ্ঠে ‘আল্লাহু আকবার’ বলে। এ যেন উহুদের সেই ঘটনার পূণর্জাগরণ ঘটলো।
উহুদের যুদ্ধের শেষদিকে মুসলিমগণ চাপের মুখে পড়েন। আশ্রয় নেন নিরাপদ স্থানে। তা দেখে কাফেররা ভেবে বসে, তাদের জয় হয়েছে। ফলে তারা জয়ের শ্লোগান দেয়- ”أعل هبل أعل هبل” । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন এর উত্তর দেওয়া প্রয়োজন। তিনি সাহাবীকে নির্দেশ দিলেন, তাদের উত্তরে বলো-
” الله أعلى و أجل”
কর্ণাটকের ঘটনাটি উহুদের সেই বজ্রকণ্ঠকেই স্মরণ করিয়ে দিল।