পরিচিতি

মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ

‘মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ’ একটি অরাজনৈতিক দীনী গবেষণা ও দাওয়াতী প্রতিষ্ঠান। সালাফে সালেহীনের আদর্শে উজ্জীবিত, কুরআন-সুন্নাহর গভীর জ্ঞানে সমৃদ্ধ ও যুগচাহিদা সম্পর্কে সচেতন বিজ্ঞ আলেমদের সরাসরি তত্তাবধানে পরিচালিত। ১ মুহাররাম ১৪৪২ হিজরী/ ২০ আগস্ট ২০২০ তারিখে তা প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ইলমে ওহীর আলো থেকে দূরে থাকা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ঈমানী চেতনা জাগ্রত করা, চিরসত্য ইসলামের সুন্দর ও কল্যাণকর শিক্ষার সঙ্গে মানুষকে পরিচিত করা, ইসলামের উপর আরোপিত অজ্ঞতাসুলভ আপত্তির সন্তোষজনক জবাব দেওয়া এবং আরবী ভাষায় গবেষণামূলক গ্রন্থ রচনা, হাদীসগ্রন্থসমূহের শাস্ত্রীয় মানসম্পন্ন টীকা-ভাষ্য, অনুবাদ প্রকাশ এবং বাংলাভাষী মুসলিমদের জন্য প্রয়োজনীয় দীনী বই-পুস্তক রচনা ও প্রকাশ করা।

এ ছাড়াও এমন একদল যোগ্য দায়ী আলিম প্রস্তুত করা মুআসসাসা ইলমিয়্যাহর অন্যতম লক্ষ্য, যারা সমাজের প্রয়োজন ও যুগ-চাহিদা অনুধাবন করে ইসলামের সঠিক বার্তা জাতির সর্বস্তরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে সক্ষম হবেন।

আলহামদুলিল্লাহ এই লক্ষ্য-উদ্দেশ্যকে কেন্দ্র করে মুআসসাসা ইলমিয়্যাহ শরীয়তের নীতি ও বিধান অনুযায়ী ইতোমধ্যেই সীমিত পরিসরে শিক্ষা ও দাওয়াতী কার্যক্রম শুরু করে দিয়েছে। সর্বস্তরের মানুষের মাঝে দীনী সচেতনতা বিস্তারের লক্ষ্যে এর উন্মুক্ত দীন শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ কর্তৃক অনলাইনে দীনের মৌলিক ও প্রয়োজনীয় বিষয়ে বিভিন্ন ধরনের কোর্স, উন্মুক্ত দারসে হাদীস ও অনলাইন মুহাযারা-এর আয়োজন চলমান রয়েছে। 

ইসলামী শিক্ষা, গবেষণা ও দাওয়াহর বিস্তৃত অঙ্গনে মুআসসাসা ইলমিয়্যাহর এ পথচলা যাতে নিরবচ্ছিন্ন গতিশীল থাকে, সেজন্য সকলের আন্তরিক দুআ কাম্য।

আল্লাহ তায়ালা মুআসসাসা ইলমিয়্যাহকে কবুল করে নিন এবং এর লক্ষ্য-উদ্দেশ্য পূরণের জন্য প্রয়োজনীয় যাবতীয় আসবাব-উপকরণের ব্যবস্থা করে দিন – আমীন।