আসুন, আমরা অনলাইন ব্যবহারকে কল্যাণময় করি​

মাওলানা তাহমীদুল মাওলা

ইসলামী শিক্ষা গবেষণা ও দাওয়াহ প্রতিষ্ঠান মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ এর উন্মুক্ত দীন শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ থেকে সর্বসাধারণের জন্য অনলাইন মুহাযারা নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বিগত ১৫ মে ২১ ঈসাব্দে ‘অনলাইনে দীনী দাওয়াহ: সতর্কতা ও দায়িত্বশীলতা’ শীর্ষক মুহাযারা ফেসবুক লাইভে অনুষ্ঠিত হয়। উক্ত মুহাযারায় অনলাইন ব্যবহারের সতর্কতার দিকগুলো নিয়ে অত্যন্ত সারগর্ভ ও সুন্দর আলোচনা করেন শায়খ তাহমীদুল মাওলা হাফিযাহুল্লাহ। এ প্রসঙ্গে তিনি আলোচনার শুরুতে বলেন, যারা বিভিন্ন প্রয়োজনে অনলাইন ব্যবহার করেন তাদের এ ব্যবহার যেন দীনের সমর্থনে ও দাওয়াতের উদ্দেশ্যে হয়। তাহলে অনলাইন ব্যবহার অর্থবোধক হবে, সর্বোপরি দুনিয়া ও আখেরাতের কল্যাণ বয়ে আনবে।
তার আলোচনার প্রথম অংশটি সকলের উপকারার্থে স্বতন্ত্রভাবে ইউটিউবে আপলোড করা হচ্ছে।

 

Facebook