আল্লাহ তাআলা আমাদের রব, আমাদের পরওয়ারদেগার। তিনি কি শুধু আমাদের দেহের গঠন ও সুরক্ষার উপাদানই সৃষ্টি করেছেন? না । আমাদের আদর্শিক সত্তার গঠন, বিকাশ ও সুরক্ষার উপকরণও তাঁর দান। তাই খাবারের পরের মাসনূন দুআয় এ সত্য উচ্চারিত হয়েছে যে-
‘আমাদের দেহ সত্তা ও আদর্শিক সত্তা দুটোর জন্যই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা’