মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ

ইসলামী দাওয়াহ, গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান মুয়াসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ এর উন্মুক্ত দীন শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ থেকে সর্বসাধারণের জন্য দীনী সচেতনতা কোর্স নিয়মিত পরিচালিত হয়ে আসছে। এর ধারাবাহিকতায় বিগত জুন ২১ ঈ. কুরআন অধ্যয়নের মূলনীতি শীর্ষক একটি কোর্স অনুষ্ঠিত হয়। উক্ত কোর্সে ‘কুরআন বোঝা ও কুরআন থেকে উপদেশ গ্রহণ’ শিরোনামে গুরুত্বপূর্ণ দারস প্রদান করেন শায়খ মুহাম্মদ যাকারিয়া আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ। সেই দারসে প্রসঙ্গক্রমে শায়খ একজন মুসলিমের জন্য পারিবারিক লাইব্রেরীর প্রয়োজনীয়তা সম্পর্কে সংক্ষিপ্ত ও সুন্দর আলোচনা করেন। পারিবারিক ইসলামী লাইব্রেরীর আকার কেমন হবে, সেখানে কী বিষয়ের ও কাদের বই থাকতে পারে, এসকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তার আলোচনায় উঠে এসেছে। সকলের উপকারার্থে সংক্ষিপ্ত আলোচনাটি ইউটিউবে আপলোড করা হচ্ছে।

Facebook