মুহাদ্দিসগণ ফকিহদের জন্য দোয়া করা অপরিহার্য মনে করতেন​

মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ

মুহাদ্দিসগণ ফকিহদের জন্য দোয়া করা অপরিহার্য মনে করতেন
আলোচক, শায়খ মুহাম্মদ যাকারিয়া আব্দুল্লাহ হাফিযাহুল্লাহ

ইসলামী শিক্ষা গবেষণা ও দাওয়াহ প্রতিষ্ঠান মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ এর উন্মুক্ত দীন শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ থেকে সর্বসাধারণের জন্য অনলাইনে মাসিক কোর্স নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আগস্ট-সেপ্টেম্বর ২১ ঈসাব্দে ‘আল ফিকহুল ইসলামী পর্ব-১’ শীর্ষক কোর্স অনুষ্ঠিত হচ্ছে। উক্ত কোর্সে “মুহাদ্দিসগণের দৃষ্টিতে ইসলামী ফিকহ” শিরোনামে গুরুত্বপূর্ণ দারস প্রদান করেন শায়খ মুহাম্মদ যাকারিয়া আব্দুল্লাহ হাফিযাহুল্লাহ এবং বিষয় সম্পর্কে সারগর্ভ ও তথ্যবহুল আলোচনা করেন। এ প্রসঙ্গে তিনি আলোচনার শেষে বলেন, ইসলামী বিধি-বিধান সংকলনে ফকিহগণের যে মহান অবদান সেজন্য পূর্বসূরী মুহাদ্দিসগণ মনে করতেন যে, উম্মাহর সকলের উচিত ফকিহদের জন্য দোয়া করা।

বিষয়টির গুরুত্ব বিবেচনা করে শায়খের আলোচনার এই অংশটি সকলের উপকারার্থে স্বতন্ত্রভাবে আপলোড করা হচ্ছে।

Facebook