মেয়েদের মৌলিক দীনী আলোচনা- প্রথম পর্ব​

মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ

বিগত ২২/১/২২ ঈসাব্দে উত্তরা ৭নং সেক্টর পার্ক মসজিদে মেয়েদের পাক্ষিক দীনী আলোচনা মজলিস এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে অনেকেই অংশগ্রহণ করেছিলেন। দূরে থাকার কারণে যারা অংশগ্রহণ করতে পারেননি, তারা অনলাইনে মজলিসের মূল্যবান আলোচনা শোনার বিপুল আগ্রহ প্রকাশ করেছিলেন। তাদের আবেদনের প্রেক্ষিতে মুআসসাসা ইলমিয়্যাহ কর্তৃপক্ষ শায়খ মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ হাফিযাহুল্লাহ এর মূল্যবান আলোচনা তাসজীল করে রাখে। সকলের উপকারার্থে আলোচনাটি এখানে আপলোড করা হলো।

 

Facebook