হাদীস ও ফিকহের যোগফল সিরাতে মুস্তাকিম​

মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ

হাদীস ও ফিকহের যোগফল সিরাতে মুস্তাকিম
আলোচক, শায়খ মুহাম্মদ যাকারিয়া আব্দুল্লাহ হাফিযাহুল্লাহ

ইসলামী শিক্ষা গবেষণা ও দাওয়াহ প্রতিষ্ঠান মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ এর উন্মুক্ত দীন শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ থেকে সর্বসাধারণের জন্য অনলাইনে মাসিক কোর্স নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আগস্ট-সেপ্টেম্বর ২১ ঈসাব্দে ‘আল ফিকহুল ইসলামী পর্ব-১’ শীর্ষক কোর্স অনুষ্ঠিত হচ্ছে। উক্ত কোর্সে “মুহাদ্দিসগণের দৃষ্টিতে ইসলামী ফিকহ” শিরোনামে গুরুত্বপূর্ণ আলোচনা করেন শায়খ মুহাম্মদ যাকারিয়া আব্দুল্লাহ হাফিযাহুল্লাহ। এ প্রসঙ্গে তিনি শুরুতে বলেন, হাদীস ও ফিকহ শাস্ত্র একে অপরের আত্মীয়, তেমনিভাবে মুহাদ্দিসগণ ও ফকীহগণ হলেন একে অপরের আত্মীয় বা সতীর্থ। আর এই উভয় দলের কজের মাধ্যমে যে ফলাফল সামনে আসবে সেটাই সিরাতে মুস্তাকিম।

বিষয়টির গুরুত্ব বিবেচনা করে শায়খের আলোচনার এই অংশটি সকলের উপকারার্থে স্বতন্ত্রভাবে আপলোড করা হচ্ছে।

Facebook