লেখক: মাওলানা তাহমীদুল মাওলা

মূল্য: ২০০

অনলাইন শপ

আল ইতিবার

এটি লাইলাতুন নিসফ মিন শাবান বা শবে বরাত বিষয়ক প্রামাণ্য ও দলিলসমৃদ্ধ  একটি গ্রন্থ। যার প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৪৩৬ হিজরীর শাওয়ালে। দীর্ঘদিন পর মুআসসাসা ইলমিয়্যাহ থেকে প্রকাশিত হল এর সংশোধিত, পরিমার্জিত ও বর্ধিত সংস্করণ।

এতে আলোচনা করা হয়েছে হাদীসের আলোকে শবে বরাতের প্রামাণ্যতা নিয়ে। শবে বরাত বিষয়ে বর্ণিত মারফু, মাওসুল, মুরসাল- সব প্রকার হাদীস নিয়ে শাস্ত্রীয় আলোচনা করা হয়েছে, হাদীস শাস্ত্রবিদদের উদ্ধৃতিতে।

এতে আরও স্থান পেয়েছে- যুগে যুগে মুসলিম উম্মাহ ও বড় বড় ইমামগণের শবে বরাত কেন্দ্রীক বিশেষ আমল ও গুরুত্বের কথা।

এতে যারা শবে বরাতকে অস্বীকার করেন তাদের মতামত খণ্ডন করা হয়েছে।

তাছাড়া শবে বরাতে কী কী কাজ বৈধ, কতটুকু এবং কীভাবে বৈধ, আর কী কী কাজ বিদআত- এসব নিয়ে নতিদীর্ঘ আলোচনা করা হয়েছে। শবে বরাত কেন্দ্রীক প্রচলিত নানা ভিত্তিহীন ধারণাও খণ্ডন করা হয়েছে।

প্রাসঙ্গিকভাবে ওঠে এসেছে: যঈফ হাদীসের উপর আমল করা যাবে কিনা, আল্লাহ তাআলার সিফাত গুণাবলীর ক্ষেত্রে সহীহ আকীদা কী, দারুল উলূম দেওবন্দ এর সংক্ষিপ্ত পরিচিতি এবং আরব বিশ্বের বরেণ্য আলেমদের স্বীকৃতির কথা।

      কিছু বৈশিষ্ট্য:

  • শবে বরাত বিষয়ক বর্ণিত সবগুলো হাদীস নিয়ে দীর্ঘ পর্যালোচনা
  • শাস্ত্রীয় আলোচনা শাস্ত্রবিদদের উদ্ধৃতিতে
  • দারুল উলূম দেওবন্দের মুহতামিম সাহেব এর ভূমিকা
  • হযরত মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. এর তাকরীয
  • হযরত মাওলানা আবদুল মালেক সাহেব নজরে সানি করেছেন ও কিছু সম্পাদনাও করেছে
নাম: আল ইতিবার বিমা ওরাদা ফি লাইলাতিন নিসফ মিন শাবান
(الاعتبار بما ورد في ليلة النصف من شعبان)
লেখক: হযরত মাওলানা তাহমীদুল মাওলা হাফি.
বিষয়: শবে বরাত
ভাষা: আরবী
প্রকাশকাল: ১ম সংস্করণ: শাওয়াল ১৪৩৬ হিজরী
২য় সংস্করণ: রজব ১৪৪৪ হিজরী
পৃষ্ঠা সংখ্যা: ১৪৪
মূল্য: ২০০
শর্ট পিডিএফ পড়তে এখানে ক্লিক করুন

অনলাইনে বইটি অর্ডার করতে ক্লিক করুন:

যে কোন প্রয়োজনে কল করুন: +880 1871-746798 (হোয়াটসঅ্যাপ)

 

——– গ্রন্থটি সম্পর্কে বড়দের মূল্যায়ন—————

মাওলানা শরীফ মুহাম্মদ লিখেন: 

আমার কথা হচ্ছে, লাইলাতুন নিসফি মিন শাবান, তারাবীহ, সালাতুল বিতর, কাবলাল জুমা’, দুখুলুল মসজিদ/ তাহিয়াতুল মসজিদের সালাত, একা/ সম্মিলিত দোয়া-মোনাজাত ইত্যাদি বিষয়ে জন মানুষের মধ্যে সঠিক কিংবা ভুল কথা, সঠিক কিংবা ভুল পদ্ধতিতে ছড়ানোর কাজটি হয়ে থাকে কোনো না কোনো পর্যায়ের আলেমের পক্ষ থেকে; ইলমি দলিল-যুক্তির সাহায্যে কিংবা আশ্রয়ে। সেই আলেম সমাজের জন্য এই রিসালাটি ‘লাইলাতুন নিসফ মিন শাবান’ বিষয়ে অনেক উপকারী; আরবিতে লেখা, তাদের জন্যই লেখা। আমাদের অত্যন্ত মহব্বতভাজন যোগ্য ইলমি প্রতিভা মাওলানা তাহমীদুল মাওলা এই রিসালায় সেই কাজটি অনেক সুন্দর করে করেছেন। সময়ের অন্যতম শ্রেষ্ঠ যোগ্য ও দায়িত্বশীল আলেম অভিভাবকবৃন্দ কাজটি পছন্দ করেছেন। আল্লাহ তাআলা শাবান মাসে সুন্দর এই রিসালাটি আলেমদের হাতে হাতে পৌঁছে দিন।

তথ্যসূত্র