অনলাইনে দ্বীনী দাওয়াহ, সতর্কতা ও দায়িত্বশীলতা​

মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ

দাওয়াহ ইসলামের একটি মহান ও গুরুত্বপূর্ণ আমল। শরীয়তের প্রতিটি কাজের ন্যায় এরও রয়েছে কিছু মৌলিক বৈশিষ্ট্য। ইসলামী দাওয়াহর স্বাতন্ত্র অক্ষুন্ন রাখার ক্ষেত্রে এসকল বৈশিষ্ট্যের গুরুত্ব অপরিসীম। তাই বিষয়টি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি। আর সে লক্ষ্যে মুআসসাসা ইলমিয়্যাহর এবারের মাসিক অনলাইন মুহাযারা-

ইসলামী দাওয়াহ: কিছু মৌলিক বৈশিষ্ট্য।
আলোচক: শায়খ মুহাম্মদ যাকারিয়া আব্দুল্লাহ।
তারিখ: ৪ জুলাই, রবিবার, রাত ৯:৫।
আলোচনার শেষে রয়েছে নির্বাচিত প্রশ্নের উত্তর।
আলোচনাটি সরাসরি প্রচারিত হয়েছে মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ এর ফেইসবুক পেইজ থেকে।

 

Facebook